কিডনি রোগের স্টেজ/স্তর/অগ্রগতির পর্ব

post-image

কিডনি রোগের স্টেজ/স্তর/অগ্রগতির পর্ব

কিডনী রোগের স্তর মূলত পাঁচটি,স্তরের সংখ্যা যত বড়ো বা বেশি কিডনীর ততো বেশি ক্ষতিগ্রস্থ অবস্থা প্রকাশ পায় বা বোঝানো হয়। এই স্টেজ বা স্তর গুলো নির্ধারণের পরীক্ষার নাম হচ্ছে GFR/eGFR ব্লাড টেস্ট/মেথড যা একজন মানুষের বয়স,জেন্ডার বা লিঙ্গ,উচ্চতা এবং ক্রিয়েটিনিন/creatinine রক্তপরীক্ষার পর ম্যাথ ফর্মুলা করা হয় যা থেকে আপনার গ্লুমেরু ফিল্ট্রেশন রেটের(GFR) সংখ্যা চলে আসে এবং কিডনী রোগ কোন স্তরে আছে তা বোঝা যায়। প্রথম চারটি স্টেজ বা স্তর পর্যন্ত রুগী নিজের কিডনী দ্বারা বেঁচে বা সারভাইব করতে পারে কিন্তু পঞ্চম স্টেজে বা GFR যখন ১৫ এর নিচে নেমে আসে তখন তাকে শেষ স্তরের কিডনি ফেইলুর(END STAGE RENAL DISEASE) রোগী বলা হয় এবং বেঁচে থাকার জন্য তার দুইটি উপায় থাকে আর তা হচ্ছে ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট/প্রতিস্থাপন।

✅ Stage 1 with normal or high GFR (GFR > 90 mL/min)

✅ Stage 2 Mild CKD (GFR = 60-89 mL/min)

✅ Stage 3A Moderate CKD (GFR = 45-59 mL/min)

✅ Stage 3B Moderate CKD (GFR = 30-44 mL/min)

✅ Stage 4 Severe CKD (GFR = 15-29 mL/min)

✅ Stage 5 End Stage CKD (GFR <15 mL/min)

ⒸBKPA

Caution:
BKPA is a voluntary social organization whose mission is to raise awareness, promote and share knowledge about kidney disease. BKPA does not provide any kind of medical advice directly or indirectly through social media or any other platform which should only be done by the nephrologist or registered doctor. This is prohibited to take any kind of medical treatment based on the information provided by BKPA.
সতর্কতাঃ
বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।