প্রশ্ন :- ডায়ালাইসিস কি,কয় প্রকার এবং এর প্রয়োজন কেন ?
ডায়ালাইসিস একটি গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী চিকিৎসা ব্যবস্থা যেখানে কিডনি সম্পূর্ণ বিকল হওয়ার পর আপনার রক্তের দূষিত ও ক্ষতিকর পদার্থ পরিশোধন করে আপনাকে বাঁচিয়ে রাখে যা আপনার কিডনি সুস্থ অবস্থায় করতো সুতরাং ডায়ালাইসিসকে আপনি বিকল্প রক্ত পরিস্কারক পদ্ধতিও বলতে পারেন।
প্রশ্ন :- ডায়ালাইসিস কয় প্রকার ভাবে করা হয়ে থাকে?
উত্তর :- ডায়ালাইসিস দুই ধরণের হয়ে থাকে *এক নম্বর হচ্ছে হেমোডায়ালাইসিস এবং * দুই নম্বর হচ্ছে পেরিটোনাল ডায়ালাইসিস।
🌼 হেমোডায়ালাইসিস :- ইহা একটি মেশিন বা যন্ত্র যা শরীরের রক্ত ক্যাথেটার/ফিস্টুলার সাহায্যে শিরা দিয়ে টেনে শরীরের বাহিরে মেশিনে প্রবেশ করানো হয় এবং মেশিনের মধ্যে ছাকনি বা ডায়ালাইজার থাকে যা রক্ত থেকে টক্সিন বা বর্জ্য পদার্থ পরিষ্কার করে আবার শিরা পথে শরীরে প্রবেশ করানো হয়। ডায়ালাইসিস আপনাকে করতে হয় সপ্তাহে সাধারণত দুইটি বা তিনটি ৪ ঘন্টার জন্য যা নির্দিষ্ট হাসপাতাল বা ডায়ালাইসিস সেন্টারে গিয়ে। দীর্ঘ HemoDialysis রোগী যে এখন ৪৬ বছর ধরে dialysis নিচ্ছে এবং এখনো সুস্থ আছে,তিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছে।
🌼 পেরিটোনিয়াল ডায়ালাইসিস :- এটি একধরণের রক্ত পরিষ্কারের পদ্ধতি যা শরীরের মধ্যে ডায়ালাইসিস দ্রবণ নলের মাধ্যমে ঢুকানো হয়। পেটের মধ্যে মিউকাস মেমব্রেন ছাঁকনির কাজ করে অর্থাৎ যে দ্রবণটি পেটে ঢুকানো হলো তা সেখানে রাখা হলে রক্ত থেকে বর্জ্য পদার্থ অসমোসিস বা অভিস্রাবন পদ্ধতিতে শুষে নেয়।এই মাধ্যমে তেমন কোনো যন্ত্রপাতি লাগেনা এবং রোগী নিজে নিজেই করতে পারে দিনে কয়েকবার করতে হয় একে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলা হয়। আরেকধরণের পেরিটোনিয়াল ডায়ালাইসিস আছে যার নাম কন্টিনিউয়াস সাইক্লিক পেরিটোনিয়াল ডায়ালাইসিস এটি সাধারণত রুগী রাতে ঘুমাতে যাওয়ার সময় করে থাকে এটি করতে ছোট একটি মেশিন বা যন্ত্রের সাহায্য লাগে।
✳ সুস্থ কিডনি আপনার রক্ত পরিশোধনের পাশাপাশি হরমোনাল কাজ ও করতো যেটার মাধ্যমে আপনার রক্ত চাপ নিয়ন্ত্রন থেকে শুরু করে রক্ত তৈরির কাজও করতো যেটা Dialysis মেশিন করতে পারে না সে জন্য আপনাকে রেগুলার রক্তচাপ এর ওষুধসহ রক্ত তৈরির জন্য আলাদা হরমোন (Epoetin) শরীরে গ্রহণ করতে হয় যেহেতু আপনার কিডনি বিকল।
ⒸBKPA