Covid Lockdown &Transplant Medicine ( কোভিড লকডাউনে মেডিসিন প্রাপ্তি )

post-image

🚩 Lockdown/Transplant Medicine 🚩

<shohag, Md Abul bashar Siddique>

💊 Transplant Medicine 💊

🚩 বাংলাদেশে ইম্মুনোসাপ্রেসিভ গুলো কি কি নামে পাওয়া যায় এবং নিজের ব্র্যান্ড শেষ পর্যন্ত না পেলে কি alternative brand খেতে হবে বা হতে পারে তার লিস্ট পোষ্টের শেষে দেওয়া হলো 🚩

যারা ইন্ডিয়া থেকে ওষুধ নিয়ে এসেছিলেন কিন্তু এখন রিজার্ভ শেষ বা আর কয়েকদিন চলবে তারা কোনোভাবে যদি ওষুধ না আনতে পারেন বা ম্যানেজ না করতে পারেন তাদের কোনো ভাবেই ওষুধ বন্ধ করা যাবেনা,আমি আবারো বলছি ওষুধ বন্ধ করলে rejection হওয়ার পসিবিলিটি হবে বা Transplant কিডনি Damage হয়ে যেতে পারে। একান্ত না পেলে নেফ্রোলজিস্টের পরামর্শে অন্য ব্রান্ডের Tacrolimus ,Mycofenolet Mofetil/sodium,Cyclosporine বা Steroid খেতে হবে ।

🍁আমি এখানে 🍀নোভারটিস্/*Novartis এবং 🍀 *Roche/রোসের এর অথেন্টিক ভেন্ডর এর ঠিকানা দিচ্ছি এবং দামের তালিকা দিচ্ছি ,ওখান থেকে ফোন করে বা গিয়ে নিয়ে এসে ওষুধ খেতে পারেন আর মনে রাখবেন নোভারটিস ওয়ার্ল্ড ক্লাস ওষুধ নির্মাতা company, কথা বলে দেখতে পারেন,বেশি Box নিলে ডিসকাউন্ট কিছুটা পেতে পারেন । BKPA এর রেফারেন্স দিলে ভালো হবে এবং আপনি সহযোগিতা পাবেন। same ওষুধ ইন্ডিয়ান টার দাম কিন্তু কম পাবেন,বড় ফার্মেসীগুলো ঢাকার দেখতে পারেন। তারপরেও আপনি আপনার Transplant নেফ্রোলজিস্ট কে নোভার্টিস এর Tacrolimus বা Mycofenolate বা Cyclosporine খাচ্ছেন এটা জানাবেন। STEROID/PREDNISOLONE লোকাল ওষুধের দোকানে অনেক নাম এ পাবেন যেমন:Cortan,Deltasone etc.

🚩🚩Address:নোভারটিস্/Novartis

Dhaka Branch

Pharma solution ltd bd.

20,Kunipara , Babli More, Tejgaon Industrial Area | Dhaka 1208 | Bangladesh

🚩Call 📞 09610666888


🚩🚩যারা Cellcept (mycophenolate mofetil ) 500 mg খান তাদের জন্য *Roche বাংলাদেশ এর সকল সেলস/ডিস্ট্রিবিউশন অফিস এর এড্রেস, 📞ফোন নাম্বার এবং হোম ডেলিভারির ব্যাপারে নিচের লিংকে পাবেন :-

https://www.roche.com.bd/en/distribution-centers.html

Transplant Medicine information:

✳️ ওষুধের দাম বাড়তে বা কমতে পারে ✳️

💕Mycofenolate sodium💕

(মাইফর্টিক 180 mg

Mycophenolate Sodium

10x12,120 pieces box)

(মাইফর্টিক 360 mg

10x12, 120 pieces box)

💕cyclosporine💕

(নিওরাল 100 mg

Cyclosporin

5 x 10 ,50pieces box)

(নিওরাল 25 mg

5 x 10 )

(নিওরাল 50 mg

5 x 10)

💕Tacrolimus💕

(ক্রিলোমাস 1 mg

5 x 10,50 pieces box)

(ক্রিলোমাস 0.5

5 x 10)

⛳ Immunosuppressive Drug ⛳

1.🔹️Prednisolone (যা স্টেরইড নামে পরিচিত ):-

Cortan (Incepta Pharmaceuticals Ltd) ,Deltasone(Renata Limited),Bexipred(beximco)etc 🔸️

2.🔹️Tacrolimus ( যা ইম্মুনোসাপ্রেসিভ ড্র্যাগ হিসেবে ব্যবহার করা হয় যা রেনাল ট্রান্সপ্লান্ট রোগীদের মূলত কাজে লাগে):-

Crilomus(sandoz,a division of Novartis pharma)🔸️

3.🔹️Mycofenolate Mofetil(ইম্মুনোসাপ্রেসিভ ড্র্যাগ হিসেবে ব্যবহার করা হয় যা রেনাল ট্রান্সপ্লান্ট রোগীদের মূলত কাজে লাগে):-

Cellcept(roche pharma), Mycophenolate Mofetil (SANDOZ A Novartis Division), Phenocept(Renata pharma)🔸️

4.🔹️Mycophenolate sodium(এটা mycophenolate mofetil এর পরের লেটেস্ট ভার্সন যা ইম্মুনোসাপ্রেসিভ ড্র্যাগ হিসেবে ব্যবহার করা হয় যা রেনাল ট্রান্সপ্লান্ট রোগীদের মূলত কাজে লাগে):- Myfortic(Novartis) ,Origano DR (incepta pharma)🔸️

5.🔹️Cyclosporin (ইমুনোসাপ্রেসিভ ড্র্যাগ) :-

Neoral(Novartis pharma), Sporium(incepta pharma,মনে রাখতে হবে এটা সিরাপ যা 50 ml এর বোতলে পাওয়া যায় one ml equivalent to 100 mg ট্যাবলেট এর সমান )🔸️

6.🔹️Azathioprine (ইমুনোসাপ্রেসিভ ড্র্যাগ) :-

Imuran(Glaxo pharma)🔸️

🔸️🔹️🔸️🔹️🔸️🔹️🔸️🔹️🔸️🔹️🔸️🔹️🔸️🔹️🔸️

Thank you

#BKPA