দীর্ঘতম ডায়ালাইসিস রোগী(Guinness World Record Holder) এবং ট্রান্সপ্লান্ট গ্রহীতা/ Longest Survival Dialysis Patient and Transplant Recipient.

post-image

দীর্ঘতম ডায়ালাইসিস রোগী(Guinness World Record Holder) এবং ট্রান্সপ্লান্ট গ্রহীতা।

এই দুইটি নাম মনে রাখুন.

🏆🏅Jean-Pierre Gravek - নামে এক ক্যানাডিয়ান ভদ্রলোক ৪৭ বছর ডায়ালাইসিস করে মহেশ মেহতার ৪২ বছর ৫ দিন রেকর্ড ভেঙেছেন, সেটাও ২০১৭ সালে, ২০২৩ এর হিসেব করলে ৫৩ বছর হবে তার ডায়ালাইসিস সময়….চিন্তা করা যায়…..Be Positive & Strong 💪💪 …..❤️❤️❤️

🏆🏅Angela Dunn/এঞ্জেলা ডান- লংগেস্ট কিডনি ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট যে ২০২১ সালের জুলাই মাসে ৫১ বছর তার ট্রান্সপ্লান্ট পূর্ণ হবে এবং এখনো কাউন্টিং,১৯৭০ সালে তার ট্রান্সপ্লান্ট সার্জারি হয় Addenbrook হসপিটাল UK তে । 🏆🏅

মানসিক ভাবে শক্ত থাকলে অনেক কিছুই সম্ভব,আপনি আমি সবাই পারবো দুর্গমগীরী জয় করতে,ইনশাআল্লাহ…♥️♥️

💪 Be Strong 💪

MD. Abul Bashar Siddique (shohag)