হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা এবং Hepatitis B virus ভ্যাকসিন নেওয়ার শিডিউল বা পদ্ধতি

post-image

হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা এবং Hepatitis B virus ভ্যাকসিন নেওয়ার শিডিউল বা পদ্ধতি

সিকেডি, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট পার্সনদের সারা জীবন অসংখ্যবার ব্লাড টেস্ট, ছোট-বড় অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়। তাই হেপাটাইটিস থেকে আত্মরক্ষা অনেক জরুরী।

প্রতিবার টেস্টের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে কিনা সে ব্যাপারে নজর রাখবেন।

বছরে অন্তত একবার (ডায়ালাইসিস রুগিদের ক্ষেত্রে প্রতি ৩-৪ মাসে একবার) হেপাটাইটিস চেক করাবেন।

ডায়ালাইসিসের সময় একই ডায়ালাইজার একাধিকবার ব্যবহার থেকে বিরত থাকুন। ডায়ালাইসিস রুগিরা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বারবার রক্ত নিবেন না, ইরাইথ্রোপোয়েটিন ও আয়রন ইঞ্জেকশন নিন (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)।

হেপাটাইটিস A ও E খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। এজন্য বাইরের/হোটেলের কাঁচা শাকসবজি, সালাদ ও পানি খাওয়া থেকে বিরত থাকুন। খাওয়ার আগে ভালোমতো হাত ধুয়ে নিন।

হেপাটাইটিস B থেকে সুরক্ষার জন্য ভ্যাক্সিন নিন ও শিডিউল কমপ্লিট করুন।

Hepatitis B vaccination schedule

নিম্নোক্ত পদ্ধতিতে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন শিডিউল ফলো করা উচিত, লিখেছেন :

ডা. নুসরাত সুলতানা লীমা

সহকারী অধ্যাপক

ভাইরলজি বিভাগ

ডিএমসি, কে-৫১

হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন শিডিউলঃ

Normal schedule
1st dose: যেকোনো দিন
2nd dose: ১ম dose এর ১ মাস পর
3rd dose: ১ম dose এর ৬ মাস পর

**Accelerated schedule
**1st dose: যেকোনো দিন
2nd dose: ১ম ডোজের ১ মাস পরে
3rd dose: ১ম ডোজের ২ মাস পরে
4th dose: ১ম ডোজের ১২মাস পরে

কিডনি ও ডায়ালাইসিস রুগির জন্য
1st dose: যেকোনো দিন
2nd dose: ১ম ডোজের ১ মাস পরে
3rd dose: ১ম ডোজের ২ মাস পরে
4th dose: ১ম ডোজের ৬মাস পরে

প্রাথমিকভাবে HBsAg টেস্ট টি নেগেটিভ আসলে ভ্যাক্সিনেশন শুরু করা যায়।পজিটিভ হলে ভ্যাক্সিনেশন করা যাবেনা।

নিয়মঃ

প্রতিবার ২টি PFS (Pre filled syringe) ২বাহু অথবা ২ উরুর মাংসপেশীতে (১৭ বছরের বেশি হলে)

অথবা

প্রতিবার ১টি PFS (Pre filled syringe) বাহু অথবা উরুর মাংসপেশীতে (১৭ বছরের কম হলে)

হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশনের পর রূটিন বুস্টার ডোজের দরকার আছে কি?

➡ ভ্যাক্সিন শিডিউল শেষ করার ১-২ মাস পর Anti HBs Ab টাইটার যদি ১০ mIU বা তার বেশি হয় তাহলে বুস্টার ডোজের কোন প্রয়োজন নেই। শুধুমাত্র immunocompromised রোগী অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যাদের বারবার blood transfusion নিতে হয় তাদের বুস্টার ডোজ লাগে।

যদি ভ্যাক্সিনেশনের পর Anti-HBs Ab টাইটার ১০ mIU এর কম হয় তাহলে কি করা উচিত ?

➡ যাদের Anti-HBs Ab টাইটার ১০ mIU এর কম তাদেরকে ভ্যাক্সিন non-responder বলা হয়। এই ব্যক্তিদের আবার HBsAg ও Anti Hbc Ig টেস্ট করাতে হবে। যদি নেগেটিভ আসে তবে অন্য কোম্পানির ভ্যাক্সিনের পূর্ণ ডোজ(৩/৪ ডোজ) দিতে হবে। এরপর ও যদি Anti-HBs Ab titre কম আসে তবে আর ভ্যাক্সিন দিয়ে কোন লাভ নেই। এক্ষেত্রে, non-responder কোনভাবে Hepetitis B virus এ Exposed হলে শুধু মাত্র Hepatitis B immunoglobiulin নিবে (অবশ্যই Exposer এর ৪৮ ঘন্টার মধ্যে) । প্রত্যেক non-responder এর ৬ মাস পর পর HBsAg ও Anti Hbc Ig টেস্ট করাতে হবে।

ⒸBKPA

Caution:
BKPA is a voluntary social organization whose mission is to raise awareness, promote and share knowledge about kidney disease. BKPA does not provide any kind of medical advice directly or indirectly through social media or any other platform which should only be done by the nephrologist or registered doctor. This is prohibited to take any kind of medical treatment based on the information provided by BKPA.
সতর্কতাঃ
বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।