How long will i have to take medicine after transplant .কিডনি প্রতিস্থাপনের পরে আমাকে কতদিন ওষুধ খেতে হবে ?

post-image

কিডনি প্রতিস্থাপনের পরে আমাকে কি ওষুধ খেতে হবে,এটা কতদিন?

কিডনি যখন আপনি কারো কাছ থেকে নিতে চাবেন,তার মানেই হলো এটা আরেকজনের জিনিস,আল্লাহ প্রদত্ত আপনার নিজের না।সুতরাং সেটা খুব সাধারণভাবেই আপনার শরীর মানতে চাবে না এবং আপনার শরীর এর ইমিউনিটি সিস্টেম ওটাকে আক্রমণ করবে এবং ওটাকে মেরে ফেলার চেষ্টা করবে,এজন্য আপনাকে আপনার ইমিউন সিস্টেম যাতে অন্যের দেওয়া কিডনিকে নষ্ট করতে না পারে সেজন্য আপনাকে আপনার ইমিউন সিস্টেম কে দমিত রাখার জন্য immunosuppressive ঔষুধ খাইতে হবে।

এই immunosuppressive ঔষুধ সাধারণত দুই ধরণের-

**💊 ১। Induction drug -**এটা অনেক শক্তিশালী এন্টিরিজেকশন ড্রাগ যা প্রতিস্থাপন অপারেশন এর সময় ব্যবহার করা হয় এগুলো এক বা একাধিকবার ব্যবহার করা হয়ে থাকে যাতে অপারেশন এর সময় বা পর পর rejection এবং Hyperaccute রিজেকশন না হয়। Hyperaccute রিজেকশন হলো অপারেশন এর সময় রিজেকশন হওয়া ,যেটা বিপজ্জনক যদিও এখনকার অত্যাধুনিক Induction ড্রাগগুলোর এর কারণে এখন খুবই কম Hyperaccute রিজেকশন হয়।

**💊 ২। Maintenance immunosuppressive Drug -**এই ড্রাগগুলো প্রতিস্থাপন এর পর দীর্ঘদিন বা সারাজীবন খেতে হয়,যা প্রতিস্থাপিত কিডনি সচল এবং রিজেকশন প্রতিরোধ করার জন্য খেতে হয়।

এইগুলো সাধারণত চার ধরণের হয় :-

  • Calcineurin Inhibitors: Tacrolimus and Cyclosporine
  • Antiproliferative agents: Mycophenolate Mofetil, Mycophenolate Sodium and Azathioprine
  • mTOR inhibitor: Sirolimus, Everolimus etc.
  • Steroids:Prednisolone,Methylprednisolone etc.
  • Maintenance ড্রাগগুলো নেফ্রোলজিস্ট আপনার রক্তের বিভিন্ন টেস্ট এবং রক্তে ওষুধের মাত্রা দেখে সিদ্ধান্ত নিবে কোন ড্রাগ কত মাত্রায় কোন গ্রুপ আপনার জন্য উপযুক্ত,অধিকাংশ ক্ষেত্রে একাধিক গ্রুপের কম্বিনেশন দেওয়া হয় প্রতিস্থাপিত কিডনি মেইনটেইন করার জন্য নেফ্রোলজিস্ট দিয়ে থাকে।

উপরোক্ত ওষুধগুলোর বাহিরেও Antiviral ড্রাগ এবং আপনার সমস্যা অনুযায়ী ওষুধ ডাক্তার দিবে যেমন-আপনার Blood pressure থাকলে তার জন্য ওষুধ অথবা Diabetics থাকলে আলাদা তার জন্য ইত্যাদি ইত্যাদি।

ⒸBKPA

Caution:
BKPA is a voluntary social organization whose mission is to raise awareness, promote and share knowledge about kidney disease. BKPA does not provide any kind of medical advice directly or indirectly through social media or any other platform which should only be done by the nephrologist or registered doctor. This is prohibited to take any kind of medical treatment based on the information provided by BKPA.
সতর্কতাঃ
বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।