Organ Donor Fitness Test- ডোনার এর ফিটনেস চেক করার জন্য যেসব test করতে হয়

post-image

Topic: Organ Donor Fitness Test- ডোনার এর fitness চেক করার জন্য যেসব test করতে হয়

১ম ধাপঃ

1.ABO blood grouping & Rh typing

2.CBC

3.Serum Creatinine with eGFR

4.Serum Urea

5.Serum Uric acid

6.Serum Electrolyte

7.FBS/RBS/HbA1C

8.Fasting lipid profile

9.BT; CT; PT with INR; APTT

10.LFT: Serum bilirubin

Serum albumin

Serum Total protein

SGPT

SGOT

11:Hormone analysis:

TSH

  • FT3
  • FT4

12.Viral markar:

HBsAg

  • Anti HCV
  • Anti HIV 1 & 2
  • Anti CMV IgG
  • Anti CMV IgM

13.Urine R/E

14.Urine C/S

15.24 hour UTP

16.CCR, ACR

17.USG of KUB/ Whole abdomen with special attention to renal vessels

18.Plain Xray KUB

19.Chest Xray P/A view

20.ECG

21.Echocardiogram

22.MT/ Anti TB IgG & Anti TB IgM

23.VDRL & TPHA

24.PSA (পুরুষ রুগি ও পুরুষ ডোনারের ক্ষেত্রে)

১ম ধাপের সব রিপোর্ট ডাক্তার চেক করার পর ডোনার accept বা reject হতে পারে। এছাড়াও রিপোর্ট এর ভিত্তিতে ডোনারের কোন সমস্যা যদি চিকিৎসাযোগ্য হয় তাহলে সেটার জন্য মেডিসিন দেয়া হবে। এরপর ডোনার সম্পুর্ন সুস্থ হলে তাকে accept করা হবে।

এছাড়া বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন ডাক্তারের মতামত অনুযায়ী ১ম ধাপের কয়েকটা টেস্ট কম-বেশি হতে পারে।

২য় ধাপঃ

1.HLA Typing

2.T & B cell Crossmatching

৩য় ধাপঃ

1.Renal CT angiogram

2.DTPA Renogram/DTPA Renal Scintigraphy

৪র্থ ধাপ(সর্বশেষ ধাপ):

অপারেশনের fitness এর জন্য ডোনারকে কয়েকজন স্পেশালাইজড ডাক্তার দেখবেন।সেসব জায়গা থেকে কিছু সম্ভাব্য টেস্ট আসতে পারে যেমনঃ

Urology: যে ডাক্তার ডোনারের অপারেশন করবেন তিনি সব রিপোর্ট দেখে ডোনেশনের জন্য সম্ভাব্য কিডনি ঠিক করবেন (সাধারনত বাম কিডনি)। এখানে ১টি বা ২টি টেস্ট করতে বলা হয়ঃ MCU &/or RGU..

Cardiology: এখান থেকে সবচেয়ে বেশি যে টেস্টটা দেয়া হয় তা হল 24 hour holter monitor

Anaesthesiology: ডোনার অজ্ঞান করার জন্য ফিট কিনা তা চেক করা হবে।

Gynaecology: female ডোনার হলে এটা প্রযোজ্য। এখান থেকে দেয়া হতে পারে urine for Pregnancy test; PAP Smear এই টেস্টগুলো।

অপারেশনের তারিখ নির্ধারিত হওয়ার পর অপারেশনের আগের ৭২ ঘন্টার মধ্যে T & B cell/ Tissue Crossmatching রিপিট করানো হবে। এছাড়া অপারেশনের আগেরদিন রাতে বা ভোরে PT With INR রিপিট করানো হবে।

ⒸBKPA

Caution:
BKPA is a voluntary social organization whose mission is to raise awareness, promote and share knowledge about kidney disease. BKPA does not provide any kind of medical advice directly or indirectly through social media or any other platform which should only be done by the nephrologist or registered doctor. This is prohibited to take any kind of medical treatment based on the information provided by BKPA.
সতর্কতাঃ
বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।