Topic: Organ Donor Fitness Test- ডোনার এর fitness চেক করার জন্য যেসব test করতে হয়
১ম ধাপঃ
1.ABO blood grouping & Rh typing
2.CBC
3.Serum Creatinine with eGFR
4.Serum Urea
5.Serum Uric acid
6.Serum Electrolyte
7.FBS/RBS/HbA1C
8.Fasting lipid profile
9.BT; CT; PT with INR; APTT
10.LFT: Serum bilirubin
Serum albumin
Serum Total protein
SGPT
SGOT
11:Hormone analysis:
TSH
- FT3
- FT4
12.Viral markar:
HBsAg
- Anti HCV
- Anti HIV 1 & 2
- Anti CMV IgG
- Anti CMV IgM
13.Urine R/E
14.Urine C/S
15.24 hour UTP
16.CCR, ACR
17.USG of KUB/ Whole abdomen with special attention to renal vessels
18.Plain Xray KUB
19.Chest Xray P/A view
20.ECG
21.Echocardiogram
22.MT/ Anti TB IgG & Anti TB IgM
23.VDRL & TPHA
24.PSA (পুরুষ রুগি ও পুরুষ ডোনারের ক্ষেত্রে)
১ম ধাপের সব রিপোর্ট ডাক্তার চেক করার পর ডোনার accept বা reject হতে পারে। এছাড়াও রিপোর্ট এর ভিত্তিতে ডোনারের কোন সমস্যা যদি চিকিৎসাযোগ্য হয় তাহলে সেটার জন্য মেডিসিন দেয়া হবে। এরপর ডোনার সম্পুর্ন সুস্থ হলে তাকে accept করা হবে।
এছাড়া বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন ডাক্তারের মতামত অনুযায়ী ১ম ধাপের কয়েকটা টেস্ট কম-বেশি হতে পারে।
২য় ধাপঃ
1.HLA Typing
2.T & B cell Crossmatching
৩য় ধাপঃ
1.Renal CT angiogram
2.DTPA Renogram/DTPA Renal Scintigraphy
৪র্থ ধাপ(সর্বশেষ ধাপ):
অপারেশনের fitness এর জন্য ডোনারকে কয়েকজন স্পেশালাইজড ডাক্তার দেখবেন।সেসব জায়গা থেকে কিছু সম্ভাব্য টেস্ট আসতে পারে যেমনঃ
Urology: যে ডাক্তার ডোনারের অপারেশন করবেন তিনি সব রিপোর্ট দেখে ডোনেশনের জন্য সম্ভাব্য কিডনি ঠিক করবেন (সাধারনত বাম কিডনি)। এখানে ১টি বা ২টি টেস্ট করতে বলা হয়ঃ MCU &/or RGU..
Cardiology: এখান থেকে সবচেয়ে বেশি যে টেস্টটা দেয়া হয় তা হল 24 hour holter monitor
Anaesthesiology: ডোনার অজ্ঞান করার জন্য ফিট কিনা তা চেক করা হবে।
Gynaecology: female ডোনার হলে এটা প্রযোজ্য। এখান থেকে দেয়া হতে পারে urine for Pregnancy test; PAP Smear এই টেস্টগুলো।
অপারেশনের তারিখ নির্ধারিত হওয়ার পর অপারেশনের আগের ৭২ ঘন্টার মধ্যে T & B cell/ Tissue Crossmatching রিপিট করানো হবে। এছাড়া অপারেশনের আগেরদিন রাতে বা ভোরে PT With INR রিপিট করানো হবে।
ⒸBKPA