Post Transplant Follow-up Test - কিডনি প্রতিস্থাপন করার পর যেসকল টেস্ট নিয়মিত করতে হয়

post-image

Kidney Transplant এর পর যেসব Test করতে হবে

##১ম বছর (Creatinine ফিক্স হওয়া পর্যন্ত)

*প্রতি মাসে ১ বার করবেন—

 1.Hb%+TC of WBC অথবা CBC

 2.Serum Creatinine

 3.Serum Urea

 4.Serum Potassium অথবা Serum Electrolyte

 5.FBS+2 hour after breakfast bloodsugar

 6.Urine r/e

*প্রতি ৩ মাসে ১ বার করবেন—

  1.24 hour UTP 

  2.HbA1C(ডায়াবেটিক হলে)

*প্রতি ৬ মাসে ১ বার করবেন

  1.LFT(Serum bilirubin

              SGPT

              SGOT)

  2.Fasting lipid profile 

  3.Serum Uric acid

*প্রতি বছরে ১ বার করবেন

   1.BK Virus DNA PCR

   2.CMV DNA PCR

   3.Serum Calcium

   4.Serum Inorganic Phosphate 

   5.PTH

##১ম বছর পার হওয়ার পর (Creatinine ফিক্স হওয়ার পর)

*প্রতি ২ বা ৩ মাসে ১ বার করবেন—

 1.Hb%+TC of WBC অথবা CBC

 2.Serum Creatinine

 3.Serum Urea

 4.Serum Potassium অথবা Serum Electrolyte

 5.FBS+2 hour after breakfast bloodsugar

 6.Urine r/e

 7.HbA1C(ডায়াবেটিক হলে)

*প্রতি ৬ মাসে ১ বার করবেন—

 1.LFT(Serum Bilitubin

             SGPT

              SGOT)

 2.Fasting lipid profile

 3.Serum Uric acid

*প্রতি বছরে ১ বার করবেন

 1.BK Virus DNA PCR

 2.CMV DNA PCR

 3.Serum Calcium

 4.Serum Inorganic Phosphate

 5.PTH

 6.Vitamin D লেভেল (নরমাল না হওয়া পর্যন্ত)

 7.24 hour UTP (প্রতি ৬ মাসেও একবার করা যায়)

উপরের সব টেস্টগুলো রেগুলার ফলো আপের টেস্ট।এছাড়াও সবসময় লক্ষ্য রাখবেন–

*যদি প্রস্রাবে জ্বালা পোড়া; তলপেট ব্যাথা সাথে জ্বর আসা বা জ্বর জ্বর ভাব হওয়া হলে Urine c/s করতে হবে।

*ইউরিনে ফেনা লক্ষ্য করলে বিলম্ব না করে 24 hour UTP করতে হবে।

*ডাক্তারের পরামর্শ অনুযায়ী সময়মত বিভিন্ন ড্রাগের লেভেল টেস্ট করতে হবে যেমন tacrolimus level test; MMF Level test; Cyclosporin level test…. ট্রান্সপ্লান্টের পর ১ম বছর লেভেল টেস্ট ঘন ঘন করতে হয় কারন তখন ড্রাগ লেভেল ওঠা নামা করে। ১ বছর পর ধীরে ধীরে ফিক্স হয়ে যায় এবং বছরে ১ বার করতে হয়।

*ডাক্তারের পরামর্শ মত Ultrasonogram of graft kidney করতে হতে পারে।

*এছাড়াও ডাক্তার শারীরিক সমস্যা অনুযায়ী অন্যান্য টেস্ট করতে দিতে পারেন।

ⒸBKPA

Caution:
BKPA is a voluntary social organization whose mission is to raise awareness, promote and share knowledge about kidney disease. BKPA does not provide any kind of medical advice directly or indirectly through social media or any other platform which should only be done by the nephrologist or registered doctor. This is prohibited to take any kind of medical treatment based on the information provided by BKPA.
সতর্কতাঃ
বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।