প্রশ্ন :-কিডনি প্রতিস্থাপন কি?
কিডনি প্রতিস্থাপন মানে হচ্ছে আপনার নিজের কিডনি যখন অসুস্থতার কারনে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়ে কার্যক্ষমতা হারাবে তখন অন্য আরেকজন সুস্থ ব্যাক্তির কিডনী বা মৃত ব্যক্তির কিডনি( ক্যাডাভেরিক ডোনার) সার্জারি/অস্ত্রোপাচারের মাধ্যমে অপসারণ করে আপনার শরীরে প্রতিস্থাপন করানো হবে যাতে আপনার নিজের কিডনি সুস্থ থাকা অবস্থায় যেভাবে শরীরের গুরুত্বপূর্ণ কাজ করতো সে অনুযায়ী কাজ করে এবং আপনাকে সুস্থ রাখে।
কিডনি প্রতিস্থাপনের জন্য আপনাকে যে কিডনি দিবে বা দাতা, প্রথমে তাকে অস্ত্ৰোপচার এর জন্য নেওয়া হবে এবং তার একটি কিডনি অপসারণ করে নির্দিষ্ট প্রক্রিয়ায় সংরক্ষন করা হবে, এরই মধ্যে বা একই সাথে গ্রহীতার শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে দ্রুত বসানো বা প্রতিস্থাপনের ব্যবস্থা করা হবে এবং যত দ্রুত সম্ভব প্রতিস্থাপিত করা হয় ততই ভালো কারণ কিডনি ডোনারের শরীর থেকে বিচ্ছিন্ন করার পর যদিও বিশেষ উপায়ে সংরক্ষিত করা হয় তারপরেও বিচ্ছিন্ন করার পর কিডনির কার্যক্ষমতা লোপ পাওয়া শুরু করে।**সাধারণত অত্যাধুনিক অপারেশন থিয়েটার এ এই অস্ত্রোপচার হয়ে থাকে এবং অনেক protocol মেইনটেইন করে এই অস্ত্রোপচার করতে হয় সুতরাং যারা বলে কিডনি চুরি হয়ে গেছে বা ডাক্তার খুলে পকেটে কিডনি নিয়ে গেছে এগুলো হাস্যকর, **ট্রান্সপ্লান্ট সার্জারী একটি টিম ওয়ার্ক যেখানে ট্রান্সপ্লান্টের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ট্রান্সপ্লান্ট সার্জন, নেফ্রোলজিস্ট, এনেস্থেসিওলজিস্ট ইত্যাদি ব্যাক্তিবর্গের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে হয়ে থাকে।
ⒸBKPA